জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ( ২০২১-২০২২) ভর্তি বিজ্ঞপ্তি । Honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com
বন্দুরা উপরের ছবি দেখে আশাকরি কিছুটা হলেও বুঝতে পেরেছেন।
না বুঝলে সমস্যা নাই। আমার মতো করে সাজিয়ে নিচে লিখেদিলাম দেখো।
1. অনার্স 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রাথমিক আবেদন 22 মে বিকাল 4 টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 09 জুন রাত পর্যন্ত থাকবে।
2. আবেদন করতে আপনার যা প্রয়োজন:
i. এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার। (ssc+hsc Roll+Registration number)
ii. সচল মোবাইল নম্বর
iii. পাসপোর্ট সাইজ এক কপি ছবি
iv. আবেদন ফি ২৫০ টাকা
সাইন্স- SSC 3.5 & HSC 3.5
ব্যবসায় – SSC 3.5 & HSC 3.5
মানবিক- SSC 3.5 & HSC 3
পয়েন্ট থাকতে হবে…
৪। কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে?কেবলমাত্র সে সকল ছাত্রছাত্রীই আবেদন করতে পারবে যারা SSC ২০১৮ বা ২০১৯ ও HSC ২০২০ অথবা ২০২১ সালে পাশ করেছে!
৫।একজন ছাত্রছাত্রী কয়টি কলেজে আবেদন করতে পারবে?
উত্তর:- একজন ছাত্রছাত্রী প্রথমিক পর্যায়ে একটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদনের প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে সে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করবে।
কোন স্টুডেন্ট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে সে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে ৫ টি কলেজে আবেদন করতে পারবে।
কোন ছাত্রছাত্রী প্রথম রিলিজ স্লিপে কোন কলেজে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ৭ টি কলেজে আবেদন করতে পারবে।
৬। আবেদন করার পর
আবেদন এরপরে ছাত্রছাত্রীদের করণীয় কাজ হলো আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আবেদনের প্রিন্ট কপি ও ২৫০ টাকা ফ্রি বাবদ স্ব-শরীরে ১১ ই জুনের মধ্যে জমা দিবেন।
আবেদন এর প্রিন্ট কপি ও ফি কলেজে জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ জুলাই ২০২২ তারিখে।কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে ২২ তারিখ রাতে অথবা ২৩ তারিখে পোষ্ট করব।
0 coment rios:
Post a Comment