Sunday, May 22, 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ । honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com । Honours Admission 2022

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ( ২০২১-২০২২) ভর্তি বিজ্ঞপ্তি । Honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com

honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com । Honours Admission 2022



আসসালামু আলাইকুম,ওয়া রহমাতুল্লাহ । আশা করি আল্লাহর রহতে সবাই ভালোই আছেন।
..........................................................................................................................................................
আজকের পোষ্টটি আপনাদের জন্য অনেক গুরুত্ব পূর্ন আপডেট নিয়ে আসছি।
আপনাদের জানা প্রয়োজন যে , এবছর অনার্স
 ১ম বর্ষ ভর্তির নিয়োম পরিবর্তন হয়েছে। তাই নতুন নিয়মগুলো আপনারা যাতে বুঝতে পারেন , সে জন্য আজকে এই পোষ্ট। বেশি কথা বাড়াবো না। সরাসরি মূল আলোচনায় চলে যাব................

ভর্তি বিজ্ঞপ্তি নিচের ছবি গুলো দেখে পড়ে নিতে পারেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ  ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ । honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com । Honours Admission 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ  ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ । honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com । Honours Admission 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ  ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ । honours 1st year admission 2022 । www.Alaminitbd.blogspot.com । Honours Admission 2022

বন্দুরা উপরের ছবি দেখে আশাকরি কিছুটা হলেও বুঝতে পেরেছেন।
না বুঝলে সমস্যা নাই। আমার মতো করে সাজিয়ে নিচে লিখেদিলাম দেখো।


1. অনার্স 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রাথমিক আবেদন 22 মে বিকাল 4 টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 09 জুন রাত পর্যন্ত থাকবে।


2. আবেদন করতে আপনার যা প্রয়োজন:




i. এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার। (ssc+hsc Roll+Registration number)
ii. সচল মোবাইল নম্বর
iii. পাসপোর্ট সাইজ এক কপি ছবি
iv. আবেদন ফি ২৫০ টাকা

v.দোকানদারের ফি ৫০/১০০ টাকা কম্পিউটার ফি (নিজের মোবাইল থেকেও করতে পারবেন)।

৩।আবেদন করতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে?

সাইন্স- SSC 3.5 & HSC 3.5
ব্যবসায় – SSC 3.5 & HSC 3.5
মানবিক- SSC 3.5 & HSC 3

পয়েন্ট থাকতে হবে…

৪। কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে?

কেবলমাত্র সে সকল ছাত্রছাত্রীই আবেদন করতে পারবে যারা SSC ২০১৮ বা ২০১৯ ও HSC ২০২০ অথবা ২০২১ সালে পাশ করেছে!

৫।একজন ছাত্রছাত্রী কয়টি কলেজে আবেদন করতে পারবে?

উত্তর:- একজন ছাত্রছাত্রী প্রথমিক পর্যায়ে একটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদনের প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে সে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করবে।
কোন স্টুডেন্ট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে সে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে ৫ টি কলেজে আবেদন করতে পারবে।
কোন ছাত্রছাত্রী প্রথম রিলিজ স্লিপে কোন কলেজে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ৭ টি কলেজে আবেদন করতে পারবে।

৬। আবেদন করার পর
আবেদন এরপরে ছাত্রছাত্রীদের করণীয় কাজ হলো আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আবেদনের প্রিন্ট কপি ও ২৫০ টাকা ফ্রি বাবদ স্ব-শরীরে ১১ ই জুনের মধ্যে জমা দিবেন।

আবেদন এর প্রিন্ট কপি ও ফি কলেজে জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ জুলাই ২০২২ তারিখে।

কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে ২২ তারিখ রাতে অথবা ২৩ তারিখে পোষ্ট করব।





honours Admission 2022 | NU Admission 2022 | Honours 1st year admission অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২২

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: