Meter-yard-bangla-converter ! ১ মিটার = কত গজ | ১ গজ = কত মিটার ! 1 mitar koto goj hoi? - Bangla ! www.alaminitbd.blogspot.com
১ গজ সমান কত মিটার?
১ গজ সমান ০.৯১৪৪ মিটার (প্রায়)
১ মিটার সমান ১.০৯৩৬১ গজ (প্রায়)
গজ থেকে মিটারে পরিবর্তনের সূত্র:
গজ এককে মান = মিটার এককে মান গুনন ১.০৯৩৬১
কিছু সাধারণ প্রশ্ন উত্তর
১) ১ মিটার সমান কত গজ?
উত্তর: ১ মিটার সমান ১.০৯৩৬১ গজ (প্রায়)
২) ১ গজ সমান কত মিটার?
উত্তর: ১ গজ সমান ০.৯১৪৪ মিটার (প্রায়)
৩) মিটার থেকে গজে পরিবর্তনের সূত্র কি?
উত্তর: মিটার এককে মান = গজ এককে মান / ১.০৯৩৬১
৪) গজ থেকে মিটারে পরিবর্তনের সূত্র কি?
উত্তর: গজ এককে মান = মিটার এককে মান গুনন ১.০৯৩৬১
এক মিলিয়ন = ১০লক্ষ হয়(১,০০০,০০০)। তার মানে ১মিলিয়ন টাকা সমান ১০লক্ষ টাকা
এটি জানতে হলে মেট্রিক আর বৃটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য এর এককের সমতুল্যতা জানা প্রয়োজন।
উল্লিখিত পদ্ধতি দুটির দৈর্ঘ্য এর একক নিম্নের সম্পর্ক হিসেবে যুক্ত
১ ইঞ্চি =২৫৪ সে মি=০মিটার
সুতরাং ১ মিটারইঞ্চি
ইঞ্চি
আবার, আমরা জানি, ১ ফুট =১২ ইঞ্চি
সুতরাং, ১ মিটার =ফুট
এ বিষয়ে আর একটি অনুরূপ প্রশ্নে আমার উত্তর পড়তে পারেন । নীচের লিংকটি ক্লিক করুন ।
১ বর্গ মিটার = কতো ইঞ্চি?
শূন্যস্থানে এক সেকেন্ডের ১/২৯৯,৭৯২,৪৫৮ ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে ১ মিটার হিসাবে সংজ্ঞায়িত করা হয়। ১৭৯৩ সালে মিটার কে প্রথম সংজ্ঞায়িত করা হয়,যার পরিমাপ করা হয় পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর মেরুর দূরত্ব পর্যন্ত।
এক মিটার কাকে বলে?
উত্তর: দৈর্ঘ্য পরিমাপের একককে মিটার বলা হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য একক হলে, তার পরিমাপকে এক মিটার বলে।
ন্যানোমিটার আন্তর্জাতিক ইউনিটগুলির দৈর্ঘ্যের পরিমাপ। ন্যানোমিটার পরিমাপের একটি অত্যন্ত ক্ষুদ্র একক যা পরমাণু এবং অণুর মতো জিনিস পরিমাপ করতে ব্যবহৃত হয়।
ন্যানোমিটার (এনএম) মেট্রিক সিস্টেমে দৈর্ঘ্যের একক, যা মিটারের এক বিলিয়ন ভাগের (১ x ১০^-৯ মিটার) সমান। অনেকে সম্ভবত এর আগে শুনেছেন – এটি প্রায়শই ন্যানো প্রযুক্তি এবং খুব ছোট জিনিসগুলি তৈরি বা অধ্যয়নের সাথে সম্পর্কিত।
১ ন্যানোমিটার =০.০০০০০০০০১ মি।
আমরা জানি,
ক্ষমতা,
P=W/t(যেখানে কাজ=W, সময়=t)
বা, W=Pt
অতএব, 1J=1Ws (১ জুল =১ ওয়াট সেকেন্ড)
আবার, জুলের যান্ত্রিক সমতা হতে বলা যায় যে,
1 cal =4.2J ⇒ 1 cal= 4.2 Ws
সুতরাং,
১ ক্যালরি = ৪.২ ওয়াট সেকেন্ড
১মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ফুট = ১২ ইঞ্চি
সুতরাং, ১মিটার = ৩.২৮ ফুট
কেজি ভরের একক, লিটার আয়তনের একক। তাই কেজি আর লিটার কখোনো সমান করতে পারবেন না। তবে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পানির এক কেজি সমান এক লিটার। কারন পানির আপেক্ষিক গুরুত্ব এক।
ধরেন, কারো আপেক্ষিক গুরুত্ব 1.5 , তবে সেই জিনিসটা 1লিটার হলে তার ভর হবে 1*1.5=1.5 কেজি।
আরেকটা উদাহারন দেই, কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব 0.85। তাই এক লিটার কেরোসিন এর ওজন হবে 1*0.85=.850 কেজি, বা 850 গ্রাম।
মোদ্দাকথা, ভরের সাথে বস্তুর আয়তনের সম্পর্ক তার ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের উপর নির্ভর করে।
এক গজ=তিন ফুট
এটি বৃটিশ পদ্ধতি তে দৈর্ঘ্য পরিমাপের একক
এক গজ কে এক পদক্ষেপের গড় মাপ হিসেবে প্রথম ধরা হয়েছিল
1 মাইল = 1.609 কিলোমিটার
অতএব, 2 মাইল = 2×1.609 কিলোমিটার = 3.218 কিলোমিটার।
অতএব, 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য = (3.218 - 3.000) বা 0.218 কিলোমিটার = 218 মিটার।
1 কিলো ওয়াট = 1000 ওয়াট,
আবার, 1 মেগাওয়াট = 1000 কিলোওয়াট,
অতএব, 1 মেগাওয়াটে = 1000 × 1000 ওয়াট
= 1,000,000 ওয়াট
অতএব, 1 মেগাওয়াট = 1,000,000 ওয়াট ।
এক সিসি সমান কতো মিলিগ্রাম, এর উত্তর সম্ভব নয়। কারন, সিসি (cubic centimetre) আয়তনের একক, আর গ্রাম ভরের একক। আয়তন আর ভরের মধ্যে সম্পর্ক স্থাপন করে ঘনত্ব। ঘনত্ব = ভর/আয়তন। বিভিন্ন পদার্থের বিভিন্ন ঘনত্ব। সুতরাং এক সিসি আয়তন সম্পন্ন বিভিন্ন পদার্থের বিভিন্ন ভর হবে। যেমন এক সিসি জলের ভর এক গ্রাম, এক সিসি পারদের ভর ১৩.৫৪৬ গ্রাম।
আমরা জানি,
১০ মিলি মি= ১ সেমি
২০.৫০ সেমি= ১০*২০.৫০= ২০৫ সেমি। উত্তর।
1000 কেজি
5/8 মিটার = ?
এখানে একটা কথা বলে রাখি, 1/8 = 0.125.
অতএব, 5/8 = 0.125 × 5 = 0.625
অতএব, 5/8 মিটার = 0.625 মিটার।
[ এখানে সবচেয়ে ভাল, 8 দিয়ে 5 কে শূন্য এনে দশমিকে
ভাগ করে দেখানো]।
ধন্যবাদ।
(২৫×১০০০)=২৫০০০মিটার
১ মিটার সমান (৪ দশমিক পর্যন্ত)
০.০১ হেক্টোমিটার
০.০০১ কিলোমিটার
০.১ ডেকামিটার
১০০ সেন্টিমিটার
১০০০ মিলিমিটার
১০০০২৫৬.০৯৭৬ মাইক্রোমিটার
১০০০২৫৬০৯৭.৫৬১ ন্যানোমিটার
০.০০০৬ মাইল
১.০৯৩৬ গজ
৩.২৮০৮ ফুট
৩৯.৩৭০১ ইঞ্চি
০.০০০৫ নটিক্যাল মাইল
২.১৮৭২ হাত
০.০৪৯৭ চেইন
১৭.৪৯৭৮ গিরা
০.০০৫ ফারলং
০.৫৪৬৮ ফ্যাদম
০.০০০২ নটিক্যাল লীগ
৪.৯৭১ লিংক
১০ ডেসিমিটার
৩১৪.৯৬০৬ সুতা
১ লিটার সমান ১০০০ মিলি লিটার।
১,০০০ ঘন সেন্টিমিটার = ০.০০১ ঘনমিটার।
66.142 ইঞ্চি
Formula:
মিটার থেকে ইঞ্চিতে পরিবর্তনের জন্য দৈর্ঘ্যের মানকে 39.37 দিয়ে গুণ করুন।
ধন্যবাদ।
১.৬৮ মিচার সমান ৫.৫১১৮১১০২৪ ফুট
Convertion table থেকে আমরা পাই,
1 মিটার = 3. 2808 ফুট
অতএব, 1.63 মিটার = 3 . 2808 × 1.63 ফুট
=5. 3477 ফুট = 5. 35 ফুট (প্রায়)।
এক টন বলতে সাধারনত এক মেট্রিক টনকে বুঝায়।
১ (এক) মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (MKS) বা ২,২০৪.৬ পাউন্ড (FPS) ।
তবে বাজারে আরও দুই ধরনের কম-প্রচলিত টন আছে, একটি US Ton বা Short Ton এবং অন্যটি British Ton বা Long Ton হিসাবে পরিচিত।
১ (এক) ইউএস টন = ৯০৭.১৯ কিলোগ্রাম বা ২০০০ পাউন্ড
১ (এক) ব্রিটিশ টন = ১০১৬.০৫ কিলোগ্রাম বা ২২৪০ পাউন্ড
আশাকরি সব ধরনের টন সম্পর্কে একটি সাধারন ধারনা পাওয়া যাবে।
0 coment rios:
Post a Comment