Friday, April 8, 2022

সুরা নং -১০৯ : আল-কাফিরূন ! 109. Surah Al-Qafirun Bengali translation and pronunciation

 সুরা নং -১০৯ : আল-কাফিরূন ! 109. Surah Al-Qafirun Bengali translation and pronunciation


সুরা নং -১০৯ : আল-কাফিরূন ! 109. Surah Al-Qafirun Bengali translation and pronunciation

সুরা নং -১০৯ : আল-কাফিরূন

সূরা আল-কাফিরূন বাংলা অনুবাদ  বাংলায় উচ্চারণ সহ 



বাংলায় উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম
উচ্চারণ : (১) ক্বুল ইয়া আইয়ুহাল কা-ফিরূণ! (২) লা আবুদু মা তাবুদূন (৩) ওয়া লা আনতুম আ-বিদূনা মা আবুদ (৪) ওয়া লা আনা আ-বিদুম মা আবাদতুম (৫) ওয়া লা আনতুম আ-বিদূনা মা আবুদ (৬) লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন 
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

অনুবাদ : (১) আপনি বলুন! হে কাফেরবৃন্দ! (২) আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত কর (৩) এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি (৪) আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত কর (৫) এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি (৬) তোমাদের জন্য তোমাদের দ্বীন এবং আমার জন্য আমার দ্বীন।
সূরা আল কাফিরুন (আরবি: سورة الكافرون‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৯ নম্বর সূরা এই সূরাটি মক্কায়অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা  টি রসূলুল্লাহ্‌ (সাঃ) সূরা কাফিরুন এবং সূরা এখলাস ফজরের সুন্নতে এবং মাগরিব পরবর্তী সুন্নতে  দু'টি সূরা অধিক পরিমাণে পাঠ করতেন

শানে নুযূল

হযরত ইবনে আব্বাস (রাঃবর্ণনা করেনওলীদ ইবনে মুগীরাআস ইবনে ওয়ায়েলআসওয়াদ ইবনে আবুদল মোত্তালিব  উমাইয়া ইবনে খলফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রসূলুল্লাহ্‌ (সাঃ)- এর কাছে এসে বললঃ আসুনআমরা পরস্পরের মধ্যে এই শান্তিচুক্তি করি যেএকবছর আপনি আমাদের উপাস্যদের এবাদত করবেন এবং একবছর আমরা আপনার উপাস্যের এবাদত করব[]
তিবরানীর রেওয়ায়েতে হযরত ইবনে আব্বাস (রাঃবর্ণনা করেনকাফেররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রসূলুল্লাহ্‌ (সাঃ)- এর সামনে এই প্রস্তাব রাখল যেআমরা আপনাকে বিপুল পরিমাণে ধনৈশ্বর্য দেবফলে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। বিনিময়ে শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। যদি আপনি এটাও মেনে না নেনতবে একবছর আমরা আপনার উপাস্যের এবাদত করব এবং একবছর আপনি মাদের উপাস্যদের এবাদত করবেন[]
আবু সালেহ্‌-এর রেওয়ায়েতে হযরত ইবনে আব্বাস (রাঃবলেনঃ মক্কার কাফেররা পারস্পরিক শান্তির লহ্ম্যে এই প্রস্তাব দিল যেআপনি আমাদের কোন প্রতিমার গায়ে কেবল হাত লাগিয়ে দিনআমরা আপনাকে সত্য বলব। এর পরিপ্রেহ্মিতে জিবরাঈল সূরা কাফিরূন নিয়ে আগমন করলেন। এতে কাফেরদের ক্রিয়াকর্মের সাথে সম্পর্কচ্ছেদ এবং আল্লাহ্‌ তা'আলার অকৃতিম এবাদতের আদেশ আছে[]
কিছু তথ্য উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকেথেকে সংগৃহীত



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: