Saturday, February 26, 2022

মোবাইল ইন্টারনেট নিয়ে বড় সুখবর! এখন থেকে মেয়াদ শেষ হলেও মোবাইলের ইন্টারনেট ডাটা কেটে নেয়া হবে না | mobile internet mb unlimited validity news 2022

mobile internet mb unlimited validity news 2022

 মোবাইল ইন্টারনেট নিয়ে বড় সুখবর! এখন থেকে মেয়াদ শেষ হলেও মোবাইলের ইন্টারনেট ডাটা কেটে নেয়া হবে না | mobile internet mb unlimited validity news 2022


মোবাইল ইন্টারনেট নিয়ে বড় সুখবর! এখন থেকে মেয়াদ শেষ হলেও মোবাইলের ইন্টারনেট ডাটা কেটে নেয়া হবে না 

MB মেয়াদ থাকবে সারা জীবন | কিভাবে হবে? সরকারের নতুন সিদ্ধান্ত |internet
###########
tech news, mobile news, daily tech news, best bangladesh news, bangla news, technology news, vivo, internet, mobile internet
____________________________________
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
____________________________________
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

follow me ⇨
Facebook💥✌️Group ➤
https://www.facebook.com/groups//?ref=share

__________________________
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
#Alaminitbd

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় শৃঙ্খলা আনতে গেল বছর অভিন্ন দর বেঁধে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। সেই অভিজ্ঞতার আলোকে এবার মোবাইল ইন্টারনেটে একরেট বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্রডব্যান্ড পলিসি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জানান, মোবাইল ইন্টারনেটের একরেট নির্ধারণ প্রক্রিয়া শেষ পর্যায়ে।

তিনি বলেন, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকের চার জিবি ডাটা তিনদিন মেয়াদে কিনতে খরচ ৭৬ টাকা। একই মেয়াদে সমপরিমাণ ডাটা কিনতে বাংলালিংকের গ্রাহকের ব্যয় ৬৪ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কোন পার্ক থাকবেনা।

এদিকে মোবাইল ইন্টারনেটে দাম বেঁধে দেয়ার পাশাপাশি ফোরজি হ্যান্ডসেটের দাম কমানোর তাগিদ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, সময়কাল নির্বিশেষে যেকোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ গ্রাহক ক্রয় করলে অব্যবহৃত ডেটা পরের প্যাকেজে যোগ হয়ে যাবে।
উদাহরণস্বরূপ, যদি একজন গ্রাহক ৩ দিন মেয়াদে ৭ গিগাবাইট (জিবি) ডেটা ও ১০০ মিনিট টকটাইমের প্যাকেজ কিনে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে না পারেন, তাহলে অব্যবহৃত ডেটা বা টকটাইম মেয়াদ শেষে আর ব্যবহার করতে পারেন না।

Advertisement

প্রথমবার তাকে দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম : আলিয়া

কিন্তু ১ মার্চ থেকে গ্রাহকরা মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা এবং টকটাইম নতুন প্যাকেজে স্থানান্তরের সুবিধা পাবেন। ফলে অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন ডেটা ও টকটাইমের সঙ্গে যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, অন্য তিন ধরনের মেয়াদে নতুন প্যাকেজ কিনলেও অব্যবহৃত ডেটা স্থানান্তর করা যাবে।

সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো।
সবার জেনে রাখা প্রয়োজন।

😍আসসালামু আলাইকুম,😍
আশা করি সবাই ভাল আছেন।
আমি প্রতিটি ভিডিও  বানানোর চেষ্টা করি আপনাদের যাতে  উপকারে আসে। সবাই subscribe  করে পাশে থাকবেন ধন্যবাদ।★ ভিডিওটি helpful  হলে একটা লাইক দিবেন |😍

internet update MB মেয়াদ থাকবে সারা জীবন | কিভাবে হবে? সরকারের নতুন সিদ্ধান্ত | internet,mobile internet,MB মেয়াদ থাকবে সারা জীবন,ইন্টারনেট শেষ হলে টাকা কাটবে না,মেয়াদ শেষ হওয়া ডাটা ফেরত,মোবাইল ডাটার মেয়াদ,mb শেষ হলেও টাকা কাটবে না,মেয়াদ শেষ হওয়া এমবি ফেরত,ইন্টারনেটের মেয়াদ বাড়ানো,mb শেষ হয়ে গেলেও টাকা কাটবে না,মোবাইলের টাকা কাটবে না,এমবির মেয়াদ শেষ হলে এমবি ফেরত,এমবি/ডাটা শেষ হলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে,nid কার্ডের মেয়াদ শেষ,মোবাইলের ডাটা চলেনা,এনআইডি কার্ডের মেয়াদ শেষ,মোবাইল ইন্টারনেট,ডাটা থাকার পরেও কেন নেট চলে না




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: